সীতাকুণ্ডে ট্রাক উল্টে ২ জন নিহত

শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, ট্রাক দুর্ঘটনায় আহত ৭ জনকে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৫ জনের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম