কেশবপুরে আওয়ামীলীগ থেকে আব্দুল হালিম বহিষ্কার

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিমকে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয়াসহ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউনিয়ন যুবলীগের সদস্য শহিদুল ইসলামকে পিটিয়ে হাত ভেঙে দেয়া, প্রকল্প দেয়ার নামে শ্রীফলা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেকের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করা, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি কর্মী সমর্থকদের সাথে বিভিন্ন স্থানে গোপনে বৈঠক করাসহ দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার অভিযোগে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পদ থেকে আব্দুল হালিমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।