
চৌগাছা (শযোর) প্রতিনিধি ঃ
যশোরের চৌগাছা পঞ্চম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্র আলামিন (১০)তিনদিন পরে উদ্ধার অপহরণকারী মজিদের ইমাম আতাউল্লাহ আল হাবিব(৩০) গ্রেফতার করেছেন চৌগাছা থানার পুলিশ। চৌগাছা মারুয়া গ্রামের আলী কদরের ছেলে আলামিন(১০) রবিবার (১৭জুলায়)বিকালে থেকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (১৯জুলায়) তখন থানার পুলিশ প্রশাসনকে জানালে মোবাইল ট্যাক এর মাধ্যমে আলামিনকে যশোর পালবাড়ি মোড় থেকে বিকাল ৪ টায় চৌগাছা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মেহেদী হাসান ও এ এস আই শুভেন্দু কুমার পাল সহ পুলিশ সদস্যবৃন্দ ছেলেটি কে উদ্ধার করে। অহংকারী ইমাম সাহেব তিনি বলেন মসজিদে ইমামতি করেন এবং ইউটিউব চ্যানেলে তিনার বিভিন্ন ওয়াজ মাহফিল বক্তব্য আছেন। অপহণকারী বাড়ি পার্বতীপুরে উপজেলায় দিনাজপুর জেলার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে আতাউল্লাহ আল হাবিব(৩০)। উদ্ধার হওয়া পঞ্চম শ্রেণীর ছাত্র আলামিনের পিতা আলী কদর বলেন আমার মেয়েকে বিবাহ করার জন্য
মুক্তিপণ হিসেবে স্কুল পড়ুয়া ছেলে অপহরণ করে। তিনদিন পরে যশোরের পালবাড়ি মোড় থেকে চৌগাছা পুলিশ প্রশাসন উদ্ধার করে আমার কাছে দিয়ে দেয়। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ বলেন অহংকারী ব্যক্তি আটক করা হয়েছে শিশু অপরন আইনে মামলা প্রস্তুত চলছে।

