অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

এইচ,এম,জুয়েল রানা ঃ অভয়নগর উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম সামিউল ইসলাম। সোমবার বিকেলে উপজেলার পায়রা গ্রামে নানাবাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সামিউল ইসলাম অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, উপজেলার পায়রা গ্রামের নানা দেলবার মোল্যার বাড়িতে গতকাল রোববার মায়ের সঙ্গে বেড়াতে যায় সামিউল। সোমবার দুপুরে সে নানাবাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে শিশুটিকে খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। বিকেল তিনটার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। এই শিশুর মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।