মনিরামপুরে মাদক বিক্রির টাকা ও গাঁজাসহ একজন আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : মনিরামপুরে মাদক বিক্রির টাকা ও গাঁজাসহ সেলিম হোসেন (৩০) নামে আলোচিত এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটক সেলিম পৌর শহরের পাবলিক লাইব্রেরির পাশে মৃত. মুক্তার হোসেনের পুত্র।
থানা সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় মনিরামপুর থানার এসআই আক্তারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে মাদক বিক্রির ২ হাজার সাত’শ ২০ টাকা এবং এক’শ গ্রাম গাঁজাসহ নিজ বাড়ী থেকে তাকে হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আটক সেলিমকে আদালতে চালান দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সেলিম ও তার ভাই আলীমসহ পরিবারের অন্যান্যরা প্রকাশ্যে মাদক বিক্রি করে থাকেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, পুলিশের অভিযানে সেলিম আটক হলেও একই পরিবারের অপর এক নারী মাদক বিক্রেতা বিপুল পরিমান গাঁজাসহ হরিহর নদীর তীর দিয়ে পালিয়ে যায়। তবে, পুলিশের দাবী, অভিযানের সময় কেউ পালিয়ে গেছে কিনা তা জানা নেই।