ব্যাংক এশিয়ার সুন্দলী শাখার মাধ্যমে ভিজিডি কার্ডের টাকা প্রদান অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি: আজ সকাল ১০ ঘটিকায় সুন্দলী বাজার ব্যাংক এশিয়া শাখার মাধ্যমে ভিজিডি কার্ড ধারিদের টাকা প্রদান অনুষ্ঠিত হয়। বিগত ২ বছর যে সকল উপকার ভোগী এ ভিজিডি কার্ডের আওতায় ছিলেন,তাদের মেয়াদ উত্তির্ণ হওয়াই তাদের জমা কৃত টাকা ব্যাংক এশিয়ার মাধ্যমে উত্তোলন করে নেয়।
সুন্দলী বাজার ব্যাংক এশিয়া শাখার মাধ্যমে টাকা প্রদান অনুষ্টানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকাশ রায় কপিল চেয়ারম্যান ২ নং সুন্দলী ইউনিয়ন পরিষদ,মো: মাসুদ বিল্লা (ভিজিডি প্রোগ্রাম সমন্বয়ক) মহিলা মেম্বর মিনতী বিশ্বাস, এজেন্ট পিয়া রানী বিশ্বাস,শিপন সরকার,অলোক বিশ্বাস। এ সমায়ে সুন্দলী ইউনিয়নের ১,২,৩,৪, ও ৫ নং ওয়ার্ডের মোট ৯২ জনের মধ্য নগদ টাকা প্রদান করা হয়।
এছাড়াও এ শাখার মাধ্যমে বিদ্যুত বিল গ্রহণ, বয়স্ক ভাতা,বিধবা ভাতা প্রদান করা হয়ে থাকে।