বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা ক্ষমতার জোরে প্রতিনিয়ত সংবিধান লংঘন করছে, তাদের মুখে ইতিবাচক রাজনীতির কথা মানায় না।
শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসেন বিএনপি মহাসচিব। তিনি সরকার পতন আন্দোলন ও জনগনের সাড়া নিয়ে কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদেরকে মুক্ত হতে হবে, অবশ্য মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি আমরা যাবতীয় চেষ্টা করছি। ইয়াং জেনারশেন ছাড়া সেই ধরনের আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়নি।
করোনা ভ্যাক্সিন নিয়ে সরকারের সম্পূর্ণ রোডম্যাপ প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ভ্যাকসিন সংগ্রহ, ভ্যাকসিন সংরক্ষন, ভ্যাকসিন বিতরন এবং ভ্যাকসিন গ্রহীতা যে এটা একটা প্রফেশনাল ব্যাপার, টেকনিক্যাল ব্যাপার এবং বিশেষ ব্যাপার। এটাকে সরকারের অবশ্যই জনগণের সামনে পরিষ্কার করে তাদের রোড ম্যাপটাকে তুলে ধরা দরকার।
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার প্রতিবাদে ৭ই জানুয়ারি থানায় থানায় ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।
সূত্র, DBC বাংলা