২৮ ডিসেম্বর ভবদহের ৯ দফা দাবিতে বাসদের পদযাত্রা

স্টাফ রিপোর্টার: ভবদহের জলাবদ্ধতা নিরশনে ৯ দফা দাবিতে আগামী ২৮ ডিসেম্বর বাসদ((মার্কসবাদি) পাঠচক্র ফোরাম পদযাত্রার আয়োজন করেছে। ওই দিন নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে সমাবেশ করে যাত্র শুরু হবে। পদযাত্রার কাফেলাটি টেকা ব্রিজ হয়ে ভবদহের স্লুইস গেট পর্যন্ত যাবে। পরে কালিবাড়ি হয়ে পুড়াডাঙ্গার মধ্যে দিয়ে হাজির হাটে পৌছাবে। সুন্দলী হয়ে আবার নওয়াপাড়া ফিরে আসবে। বলেন পদযাত্রা সফল করতে সংগঠনের নেতা রিপন হোসেন এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।