Type to search

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

অপরাজেয় বাংলা ডেক্স
চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জেকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। ভোরে কাজের জন্য বাড়ি থেকে বের হয়েও কাজ না পেয়ে আবার ফিরে যাচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষরা। এছাড়া স্বল্প আয়ের মানুষরাও শীতে জুবথবু অবস্থায়। যার প্রভাব পড়েছে তাদের দৈনন্দিন জীবিকার উপর।

মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিত ৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, তাপমাত্রা আরও কমতে পারে। এরকম পরিস্থিতি আরো দুয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

সূত্র, DBC বাংলা