
নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলা আ.লীগের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, আ.লীগ নেতা শাহ মুকিত, জেলানী, লায়লা খাতুন, আমিনুর রহমান মিন্টু, আব্দুল মান্নান মোল্যা, আনোয়ার হোসেন, বাবুল সরদার, নাসীর সরদার,শহিদুল ইসলাম খাঁন, কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, সোহেল খাঁন, এস এম রিপন, ছাত্র নেতা সাব্বির হোসেন শান্ত প্রমুখ। আলোচনা শেষে বঙ্গমাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

