Type to search

কোভিডে দেশে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪, সুস্থ ১৬৭৪

অন্যান্য

কোভিডে দেশে আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪, সুস্থ ১৬৭৪

অপরাজেয় বাংলা ডেক্স: রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোভিডের ২২৪ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৬৬ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮ জন। মোট শনাক্ত ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। মোট মারা গেছেন ৫৬৬০ জন।

মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।