অভয়নগরে কৃষক দল নেতা হত্যাকে কেন্দ্র করে বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের

অভয়নগরে কৃষক দল নেতা হত্যাকে কেন্দ্র করে বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা দায়ের
অভয়নগর প্রতিনিধ
যশোরের অভয়নগর উপজেলার ডহর মসিহাটি গ্রামে কৃষক দল নেতা তরিকুল ইসলাম নিহতের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে ১৮ টি পরিবারের বাড়ি ঘরে অগ্নিসংযোগ এর ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই গ্রামের সুশান্ত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে সোমবার এ মামলা দায়ের করেছেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঘর পোড়ানো মামলায় আসামি আটকের জন্য অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধোপাদী নতুন বাজার থেকে রফিকুল মজুমদারের ছেলে ইউসুফ মজুমদারকে আটক করা হয়েছে। সে ঘটনার সাথে জড়িত কিনা তা জিজ্ঞাসাবাদ করে জানাযাবে। এছাড়া অন্যান্য আসামীদের আটকের জন্য অভিযান পরিচালিত হবে।