Type to search

চৌগাছা

চৌগাছায় ধানক্ষেতে মাঠে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণের দাবিতে – মানববন্ধন
শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ “কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগান সামনে রেখে কৃষক- ক্ষেতমজুর কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে যশোরের চৌগাছায় উপজেলায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে – মানববন্ধন। বুধবার (৩০ এপ্রিল)
বিকাল সাড়ে ৫ টায় উপজেলার সিংহঝুলী ইউনিয়ন
মাজালী মাঠ ও মল্লিক বাড়ির সামনে পৃথক দুটি মানববন্ধন হয়। ক্ষতিগ্রস্ত মাঠ ফুলসারা ইউনিয়ন, সিংহঝুলী ইউনিয়ন, চৌগাছা ইউনিয়ন,
চৌগাছা পৌরসভা, স্বরুপদাহ,হাকিমপুর, পাশাপোল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিলা বৃষ্টিতে বোরো ধান, আম, সবজি ও বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে উপজেলা কৃষক- ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের সভাপতি রফি উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে ও যশোর জেলা সমাজতান্ত্রিক ছাত্রনেতা ইমরান খানের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সাংগঠনিক সম্পাদক
তছলিমইউর রহমান, যশোর সি পি বি এ্যাডঃ আমিনুর রহমান হিরো, যশোর জেলা বাসদের সদস্য আলাউদ্দিন, উপজপলা শাখা আাসদের সদস্য সচিব আব্দুল মালেক, বাসদের নেতা রফি বিশ্বাস সহ কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে । যাতে কৃষক ক্ষতিপূরণ পায় ও কৃষক- কৃষি জমি বিমার আওতাভুক্ত হোক, সরকারের কর্তৃপক্ষ কাছে দাবি করেন।