চৌগাছায় গাছি সমাবেশ
শ্যামল দত্ত চৌগাছা ( যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় খেঁজুর গাছ কাটা গাছিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শতাধিক গাছি সমাবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকতা মিজানুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাশেদুল ইসলাম, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাপস কুমার, নাজমুল হোসেন, খেজুর গুড়ের উদ্যোক্তা আতাউর রহমান, হায়াতপুর গ্রামের গাছি আব্দুল গাজী, শান্তি মোল্লা, নগরবর্ণি গ্রামের আব্দুল কুদ্দুস ও আব্দুস সাত্তার, মাঠ চাকলা গ্রামের শাহাবুদ্দীন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা গাছিদের উৎপাদিত খেজুর গুড়ে কোন ধরনের ভেজাল দেবেন না বলে হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করান। পরে গাছিদের হাতে উপহার হিসেবে একটি করে শীতের কম্বল তুলে দেন। মূলত চাষের পাশা-পাশি চলতি শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ কাজে উৎসাহিত করতেই কৃষকদের এ সমাবেশ করা হয়। এ সমাবেশে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় শতাধিক গাছি অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, আগামী ১লা মাঘ থেকে ৩ দিন ব্যাপী উপজেলা চত্বরে গুড় মেলা বসবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.