মাছের সাথে এ কেমন শত্রুতা নড়াইলের গোবরায় ঘেরে বিষ প্রয়োগ, ৬ লক্ষ টাকার ক্ষতি

মাছের সাথে এ কেমন শত্রুতা নড়াইলের গোবরায় ঘেরে বিষ প্রয়োগ, ৬ লক্ষ টাকার ক্ষত
নড়াইল প্রতিনিধি
নড়াইলের গোবরায় ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতি। আতংকে হাজারো ঘের ব্যবসায়ী।
জানা যায় দীর্ঘদিন নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের গোবরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা ঘটে আসছে, যার প্রভাব মানুষের উপর ছেড়ে মাছের উপর পড়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী।
১৯ ডিসেম্বর দিবাগত রাতে গোবরা এলাকার মৃত ইউসুফ মোল্যার ছেলে নুর হোসেন মোল্যার ৫ বিঘা ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা যার আনুমানিক ক্ষতির মূল্য ৬ লক্ষাধিক টাকা।
নুর হোসেন মোল্যা জানান, আমার তিনটি ঘের আমি বিভিন্ন জায়গায় ধার দেনা করে লিজের ঘেরে মাছ চাষ করি আজ ভোরে কারা আমার ঘেরে বক্ষতির উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে। আমার পাচ বিঘা ঘেরে প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে আমার সর্বস্ব শেষ আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে এলাকার একাধিক ঘের ব্যবসায়ী জানান গোবরা এলাকায় এই ঘটনা পুর্বেও ঘটিয়েছে, আমরা আতংকে আছি, প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই।
এ ব্যাপারে নিউটন গাজি জানান, দীর্ঘদিন একটি কুচক্রীমহল এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা চেষ্টা চালাচ্ছে, যার প্রভাব এখন সাধারণ মানুষের উপর পড়ছে। পুর্বেও এরকম ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে আজ আবার নুর হোসেন মোল্যার ঘেরে বিষ প্রয়োগ। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত যেনো দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি, যদি কোন অভিযোগ আসে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।###
SMHK