সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্টার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের -৬ কেশবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য শাহীন চাকলাদারের সাথে মাইকেল মধুসূদন দত্তের নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা শুক্রবার বিকেলে কেশবপুর পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে শাহীন চাকলাদার এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে বাঙালি সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সকল রাজনৈতিক দল ও ব্যক্তিকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
মাইকেল-মধুসূদন-দত্ত সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান বকুল, কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সংস্কৃতিকর্মী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, সুকুমার দাস, দীপঙ্কর দাস রতন প্রমুখ
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.