Type to search

অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র নেতা কে ছাত্রদল নেতা কর্তৃক প্রহৃত

অভয়নগর

অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র নেতা কে ছাত্রদল নেতা কর্তৃক প্রহৃত

নওয়াপাড়া অফিস
গণসংহতি আন্দোলন অভয়নগর উপজেলার পাটকল রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক ও বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের নেতা সামস সারফনিকে সোমবার রাজঘাট এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল অভয়নগর উপজেলার আহবায়ক নাইম উদ্দীন বিজয় প্রহৃত করেছেন। এর প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিভাগীয় নেতারা নিন্দা জানিয়েছেন। রোববার সন্ধ্যায় এক প্রেস বার্তায়  গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমটিরি আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং যুগ্ম আহবায়ক মোঃ অলিয়ার রহমান এক যুক্ত বিবৃতিতে এ ঘটনার তিব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন। বিবৃতিতে নের্তৃবৃন্দ জানান, স্থানীয় রাজঘাট এলাকায় র্কাপটেংি জুটমলি সংলগ্ন বাজারে সামস সারফিন সামন কে মাথায় এলোপাতাড়ি কিল,ঘুষি মারে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সামন মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে পড়ে যাওয়ার পর আবারো দফায় দফায় আঘাত করা হয় এতে করে সামনের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সামন আহত হয়ে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছনে। বিবৃতিতে নতেৃবৃন্দ অবলিম্বে এই হামলার সাথে জড়িতদরে আইনের আওতায় এনে গ্রেফেতার, করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।