অভয়নগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া যশোরঃ
বাড়ির পাশ থেকে আমড়া পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু বরণ করেছে কৃপা মল্লিক ৩৫ নামে এক যুবক।
তিনি অভয়নগর উপজেলার ২ নং সুন্দলী ইউনিয়নের আড়পাড়া গ্রামের দিবস মল্লিকের ও মাতা চিন্তা মল্লিকের ছেলে।
জানা যায় বৃহস্পতিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় বাড়ির পাশে থাকা আমড়া গাছে ওঠেন আমড়া পাড়ার উদ্যেশ্বে।
এ সময় হঠাৎ পা পিছলে গাছের নিচে থাকা ডালে আঘাত লাগে,সেখান থেকে মাটিতে থাকা পিলারে আঘাত পেয়ে পানিতে পড়ে পায়। এসময় তার মাথায় ও বুকে ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায় বলে তার মা চিন্তা মল্লিক জানান।
দেখতে পেয়ে পরিবারের লোক জন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যেশে রওয়া হয়,পথ মধ্য মারা যায় বলে ধারণা করছে সাথে থাকা ব্যাক্তিরা। অভয়নগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ পৌছালে দ্বায়ীত্ব রত ডাক্তার তাকে মৃত বলে ঘেষণা করেন।
আড়পাড়া ইউপি মেম্বর অপূর্বলাল ধর ও মৃত ব্যাক্তির পিতা দিবাস মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কৃপা ছিলেন পরিবারের এক মাত্র ছেলে,তার বোনকে বিবাহ দেওয়া হয়েছে পাশ্ববর্তী গ্রামে।
কৃপা মল্লিক ২০২২ সালে জেলা মাগুরাতে বিবাহ করেন।বছর কানেক আগে তাদের ঘরে আসে একটি কণ্যা সন্তান। তিনি নিজের ঘের ভেড়ি দেখা শুনা করার মাধ্যমে সুন্দর ভাবেই জীবন যাপন করছিলেন। হঠাৎ কৃপার মৃত্যুতে পরিবারে নেমে আসছে শোকের ছায়া। দূর দূরন্ত থেকে তার স্বজনরা ছুটে আসে, পরিবারকে সাস্তনা দেওয়ার মত ভাষা হারিয়ে ফেলে তারা। শুড়িডাঙ্গা মহাশশ্মনে বৃহস্পতিবার বিকাশ ৪ ঘটিকায় তার শেষ কৃত কর্য় সম্পন্ন হয়।
ধর্মীয় ঝতি অনুসারে তার পুত্র সন্তান না থাকায় বংশীয় বড় ছেলে প্রদীপ মল্লিক তার মুখ অঙ্গী করেন।