Type to search

অভয়নগরে কৃষকের জমিতে জোর পূর্বক মাছ চাষ করার অভিযোগ

অপরাধ

অভয়নগরে কৃষকের জমিতে জোর পূর্বক মাছ চাষ করার অভিযোগ

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটি গ্রামের  নিপুন মন্ডলের বিরুদ্ধে   কৃষকের জমিতে জোর পূর্বক মাছের ঘের করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকেরা বিচার চেয়ে গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপি সূত্রে জানা গেছে, ডহর মশিয়াহাটি মৌজার কুড়ের বিলে স্থানীয় নিপূণ কুমার মন্ডল কৃষকের জমি দখল করে মাছের ঘের করছেন। তিনি  ওই বিলের সমুদয় কৃষকের কাছ থেকে দুই বছর মেয়াদে বিঘাপ্রতি  তিন হাজার টাকা চুক্তিতে  জমি হারি(লিজ) নিয়েছিলেন। চুক্তির মেয়াদ শেষ হয়ে আট বছর চলছে কিন্তু তিনি হারির টাকা বাড়াননি ও দখল ছাড়েনি। ভূক্তভোগি কৃষকদের কয়েকজন জানান, ভবদহ সমস্যায় বিল ডুবে থাকার সুবিধা নিয়ে নিপুন মন্ডল ধান ও মাছ চাষ করার কথা বলে তাদের জমিতে ঘের করেন। আশ পাশের সকল বিলে এখন ধান চাষ হচ্ছে এবং মাছ চাষের জন্য ঘের মালিক ৬ থেকে আট হাজার টাকা হারি দিচ্ছেন। কিন্তু নিপূন মন্ডল জমির হারির টাকা বাড়াচ্ছে না। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়ার্ডের চৌকিদারকে দিয়ে জমির মালিক ও ঘের মালিক নিপূণ কুমার মন্ডলকে ডেকে সালিশ করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু নিপুন মন্ডল সালিশে হাজির হয়নি। এ ঘটনার বিচার চেয়ে এলাকার ৪১ জনের স্বাক্ষরিত একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য বিকাশ রায় কপিল বলেন, ‘বিষয়টি মিমাংশার জন্য আমি উদ্যোগ নিয়েছি। আশা করি দ্রæত এর সমাধান হয়ে যাবে।
এ ব্যপারে নিপুন মন্ডলের কাছে জানতে চেয়ে একাধিকবার ফোন করা হয় কিন্তিু তার সাথে যোগাযোগ করা সম্ভাব হয়নি।’
উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এসিল্যান্ড সাহেবকে বলেছি।’