Type to search

চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ- সমাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

জাতীয়

চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ- সমাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন
শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অশ্রুমোচন দুঃস্থ মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চৌগাছা শাখা যৌথ আয়োজনে নাগরিক উদ্যোগের সহযোগিতায় দলিত জনগোষ্ঠী আর্থ-সামাজিক উন্নয়ন শীর্ষক মত বিনময় এক আলোচনা সভায় অশ্রুমোচন দুঃস্থ ও মহিলা শিশু উন্নয়ন সংস্থা সভাপতি রুপলী বিশ্বাসের সভাপতিত্বে ও অশ্রুমোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান, যুব উন্নয়ন অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপ সহকারী কৃষি কর্মকর্তা বাদশা ফয়সাল,
বি ডি ই আর এমের সভাপতি প্রকাশ বিশ্বাস সহ সভাপতি শ্যামল দত্ত, মহিলা সম্পাদিকা দিপা সরকার, অশ্রুমোচন সংস্থার সমন্বয়কারী সুৃমিত্রা সরকার, হিসাব রক্ষক অলোক দাস, দীপিকা দাস সহ দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দের পক্ষ থেকে বিভিন্ন দাবি করেন ইছাপুর দাসপাড়ায় আর বিশুদ্ধ সুপেয় ও আর্সেনিকমুক্ত গভীর নলকূপ দাবী করেন। সুখপুকুরিয়া ইউনিয়ন দাসপাড়া
ও মুক্তদাহ দাসপাড়া কাচা রাস্তা পাকা করণের দাবি তুলে ধরা হয়। উপজেলা নির্বাহী অফিসার সকল অধিদপ্তরের অফিসার নিয়ে দাবি পূরণ করার আশ্বাস দেন।