Type to search

যশোরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

অপরাধ

যশোরে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশেরনঅভিযানে দুর্জয় ঘোষ (২২) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে।
গ্রেফতারকৃত দুর্জয় যশোর সদর উপজেলার বড়বাজার এলাকার মৃত চিত্ত রঞ্জন ঘোষের ছেলে।
ভুয়া পরিচয় দেয়া দুর্জয় ঘোষের কাছ থেকে অকিটকিসেট,চার জোড়া হ্যান্ডকাপ,১২টি শটগানের বিস্ফোরক কার্টুজ,একটি লেটবল কার্টুজ,পাঁচটি রাবার বুলেট, দুটি চাইনিজ কুড়াল, দুটি মালার মাথা, একটি হাসুয়া ও একটি ছুরি উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন,ডিবির এসআই শাহিনুর রহমান শুক্রবার সন্ধ্যায়,শহরের বেজপাড়া শ্রীধরপুরপাড় রোডে দুর্জয়ের ঘর থেকে উল্লেখিত অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেন।

ওসি বলেন, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য ছিল দুর্জয় ঘোষ নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে আর্থিক সুবিধা আদায় করত। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দেয়া হয়েছে।