নড়াইল প্রতিনিধি
নড়াইলে ঢাকার বংশালে মিরনজিল্লা হরিজন পল্লীর বাসিন্দাদের উপর কাউন্সিলর আউয়াল বাহিনীর বর্বর হামলা সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্ছেদ ও ভূমি দখল এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই শনিবার বিকাল তিনটায় বাঁধাঘাট শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির ও কলেজ মাঠ চত্ত্বরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, নড়াইলের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ সমাপন অনুষ্ঠান হয।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারী ঘোষ অন্য, সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, জেলার পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ , নড়াইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মলয় কুমার নন্দী,পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক প্রীতিশ বিশ্বাস, মহিলা সম্পাদিকা নমিতা রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নড়াইল সদরের সভাপতি শংকর কর্মকার,আদিবাসী সভাপতি অশোক কর্মকার সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,এ পর্যন্ত বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি বা সংখ্যালঘুদের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে তার সঠিক বিচার আমরা কখনোই হতে দেখিনি। আমরা চাই এ ধরনের নির্মম নির্যাতন বন্ধ হোক এবং দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.