চৌগাছায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ৬০ হাজার টাকার জাল জব্দ করে ধ্বংস

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ভ্রময়মান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে পুড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১ টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ জাল পোড়ানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলিয়ানী ইউনিয়নে ব্রিজের সামনে কপোতাক্ষ নদীতে ওৎ পেতে রেখেছিল ভ্রাম্যমান আদালত। এদিন দুপুরে অবৈধ ১০ টি চায়না দুয়ারী ও কারেন্ট ৫০ মিটার জালগুলো জব্দ করে পুড়ানো হয়। এই সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, মৎস্য অফিসার তাছলিমা আকতার, ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।