নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেন মুদি দােকানি

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া ঃ
অভয়নগর নওয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হলেন জামশেদ মুন্সি (৫০) নামের একজন মুদি দােকানি। বহস্পতিবার সকাল ১০টায় নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় যশােরগামী চিত্রা ট্রেনের নীচে পড়ে তিনি দ্বিখন্ডিত হন। এলাকাবাসীরা জানান, নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত জামশেদ মুন্সি নওয়াপাড়ার প্রফেসরপাড়ায় মুদি দােকানে ব্যবসা করতেন। তিনি প্রফেসরপাড়ায় বসবাস করতেন। নিহত জামশেদ মুন্সির স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। নওয়াপাড়া রেলস্টশনর স্টেশন মাস্টার ইয়াছির আরাফাত জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে যশাের মর্গে পাঠানাে হয়েছে। রেলওয়ে পুলিশ ময়না তদন্ত পূর্বক প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।