Type to search

অভয়নগরে ৩০ লাখ খেজুর বীজ ও ৩ হাজার চারা রোপণ অব্যাহত

অভয়নগর

অভয়নগরে ৩০ লাখ খেজুর বীজ ও ৩ হাজার চারা রোপণ অব্যাহত

স্টাফ রিপোটারঃ
যশোর জুড়ে ১কোটি ৩০ লক্ষ খেজুর বীজ ও চারা রোপন অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নে নব নির্মিত হরিশপুর থেকে রামসরা রাস্তার দু পাশে রোপন করা হচ্ছে খেজুর বীজ ও বৃক্ষ।
শিশু মনে প্রকৃতিকে ভালোবাসার বীজ বপনে সেখানে উপস্থিত রাখা হয় কোমল মতি ছাত্র ছাত্রীদের।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার কে এম আবুনওশাদ এ বৃক্ষ রোপন উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট মো: শামীম হোসাইন।
আরো উপস্থিত ছিলে সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সচিব সরিফুল ইসলাম। ইউপি মেম্বর অপূর্ব লাল ধর সহ কোমল মতি ছাত্র ছাত্রী বৃন্দ। এ সময় রাস্তার দু পাশে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে সে চারা পরিচর্যার জন্য নির্ধারিত টিম গঠন করা হয়ে থাকে।