
অভয়নগর প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে অভয়নগর উপজেলা পৌর বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নওয়াপাড়া ইনিস্টিটিউট মাঠে নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রচুর বৃষ্টির মধ্যেই বিশাল র্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ফারাজী মতিয়ার রহমান, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা,নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন রবি, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস,যুগ্ন সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম, পৌর সিনিয়র সহ সভাপতি মাহামুদুল হাসান লিপু, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন সরদার, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এফএম গিয়াস উদ্দিন সহ অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির সহ সকল অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রেলিটি অভয়নগর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এছাড়া জামায়েত ইসলামের উদ্যোগেও অনুরূপ রেলি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়ামে সমাবেশ অনুষ্ঠিত হয়।