ঢাকা মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে যশোর জেলায় মানববন্ধ ও জেলা প্রশাসকের কাছে স্নারকলিপি প্রদান

শ্যামল দত্ত যশোর থেকেয়ঃ ঢাকা মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে যশোরে মানববন্ধ ও জেলা প্রশাসকের কাছে প্রধান মন্ত্রী বরাবর স্নারকলিপি প্রদান করা হয়।বুধবার (৯ জুলাই) বিকসল ৩ টায় যশোর জেলা দলিত ও হরিজন যুব ফোরামের আয়াজোনে
জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঢাকা মিরনজিল্লা হরিজন কলোনী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধনে উপস্থিত ছিলেন যশোর জেলা দলিত ও হরিজন যুব ফোরামের সভাপতি বাবলু দাস,সাধারণ সম্পাদক বিষ্ঠু দাস মাইকেল, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শ্যামল, যুগ্ন সাধারণ সম্পাদক রিপন সরকার,প্রচারসম্পাদক বাদল দাস এছাড়া উপস্থিত ছিলেন শিমুল বিশ্বাস, চন্দন সরকার, জ্যোতি দাস, চৈতী দাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছিলেন।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্নারকলিপি প্রদান করা হয় ।