Type to search

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতি না মেনে  নিয়োগ পরিক্ষা নেওয়ার অভিযোগ সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে

জাতীয়

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়মনীতি না মেনে  নিয়োগ পরিক্ষা নেওয়ার অভিযোগ সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে

নড়াইল প্রতিনিধি
নড়াইল কৃষি ও কারিগরি কলেজের সভাপতি ও অধ্যক্ষের  বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের  নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিয়োগ পরিক্ষা পরিচালনা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে  নড়াইল জেলা প্রশাসক, কারিগরি শিক্ষা বোর্ড, দূর্নীতি দমন কমিশন (দুদক) সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের নথিসূত্রে জানা গেছে,  শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং -শিম/শা:১৩/ এমপিও /৩০%-৭/২০০৯/১৯৬ তারিখ: ০৭-০৮-২০১২ ইং মোতাবেক জারিকৃত এমপিও সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী অনুচ্ছেদ -৪এর গ – অনুচ্ছেদ  (৩) মোতাবেক সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ০৬ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অন্যথায় গৃহীত নিয়োগ কার্যক্রম বাতিল হয়ে যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ৬ মাস অতিবাহিত হওয়ার পর ও নিয়োগ পরিক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। যার ফলে নিয়োগ  পরিক্ষার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। এই নিয়োগ কতটা বৈধতা রয়েছে এই নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অপর দিকে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে ওই কলেজে কোন পদ শুন্য না থাকায় কিভাবে কলেজ কতৃপক্ষ তাদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল এ নিয়েও চলছে বাগবিতন্ডা। কলেজ পরিচালনা কমিটির একাধিক সদস্য এই নিয়োগ অবৈধ ঘোষণা করে পুনরায়  সংশোধন করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অনুরোধ করেন। কিন্তু তাদের কথায় কোন রকম মূল্যায়ন না করে খামখেয়ালি ভাবে তারা নিয়োগ পরিক্ষার চিঠি ইস্যু করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে,  নড়াইল কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ রমেশ চন্দ্র বিশ্বাস ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভগীরথ বিশ্বাস যোগসাজশে মোটা অংকের টাকার বিনিময়ে সভাপতির নিকট  আত্মীয়  লিটন বিশ্বাসকে নিয়োগ দেওয়ার  জন্য সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডকে ম্যানেজ করে নিয়োগ দেওয়ার পায়তারা করছে।
জানা গেছে,প্রতিষ্ঠানটিতে অফিস সহকারী কাম হিসাব সহকারী  পদে নিয়োগের নিমিত্তে গত ৩ জানুয়ারী ২০২৪ দৈনিক মানি টাইমস্ ও গত ৪জানুয়ারী ২০২৪তারিখে দৈনিক আজকের প্রভাত নামক পত্রিকায় বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়। যার নিয়োগ পরিক্ষা আগামি ( ৬ জুলাই ২০২৪) শনিবার নড়াইল  ট্যাকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ  অনুষ্ঠিত হবে।
অভিযোগ রয়েছে , পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে কলেজ পরিচালনা কমিটি সভাপতি ভগিরত বিশ্বাস ও অধ্যক্ষ রমেশ চন্দ্র বিশ্বাস যোগসাজশে মোটা অংকের টাকা নিয়ে,সভাপতির জামাতা শিমুলিয়া গ্রামের মঙ্গল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাসকে নিয়োগ দেবেন। লিটন বিশ্বাসের চাকরি বয়স পরিক্ষার দিন হতে ১১ দিন থাকায় তড়িঘড়ি করে এই নিয়োগ পরিক্ষা নেওয়া হচ্ছে দাবি অভিযুক্তদের। লিটনের ভোটার কার্ড অনুযায়ী তার জন্মসাল ১৮-০৭-১৯৮৯ অর্থাৎ ৩৪ বছর ১১ মাস ১৭ দিন। পরিক্ষার তারিখ হতে চাকরির বয়স শেষ হতে মাত্র ১১ দিন অবশিষ্ট আছে তার। যার কারনে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে ভূল থাকলে ও চারিদিক ম্যানেজ করে উঠেপড়ে নিয়োগ দিতে ব্যাস্ত সভাপতি ভগিরত বিশ্বাস।
সুদক্ষ ভাবে নাম মাত্র  নিয়োগ পরিক্ষা সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজ পত্রে সাক্ষর করিয়ে নিতে ,নিয়োগ বোর্ডের  সকল সদস্যকে খুশি করতে  মোটা অংকের  খাম ধরিয়ে দেওয়া হবে।
কলেজ পরিচালনা কমিটি সদস্য দীপক কুৃমার বিশ্বাস বলেন, এই নিয়োগে জটিলতা রয়েছে। যারই চাকরি হোক না কেন পরবর্তীতে সমস্যা হতে পারে।
তুলরামপুর ইউনিয়নের মিজানুর রহমান বলেন, পরিকল্পিত ভাবে সভাপতি আত্মীয় লিটনের নিয়োগ গ্রহনযোগ্য না। সুনামধন্য এই প্রতিষ্ঠানে নিয়মনীতি মেনে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে নড়াইল কৃষি ও কারিগরি কলেজের (ভারপ্রাপ্ত)  অধ্যক্ষ রমেশ চন্দ্র বিশ্বাস বলেন,
সব কিছু ম্যানেজ করে নিয়োগ দেওয়া হবে। কোন সমস্যা হবে না। অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে জটিলতার বিষয়ে তিনি বলেন নিয়োগের পর বোর্ড সব কিছু ঠিক করা যাবে।
কলেজ পরিচালনা কমিটি সভাপতি ভগিরত বিশ্বাস মোবাইলে বলেন,সব কিছু তো আর ফোনে বলা ঠিক না। নিয়োগো কোন সমস্যা হবে না। আমার জামাতার বয়স শেষ হয়ে যাবে এ বার নিয়োগ দিতে না পারলে।