মিজানুর রহমান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি -
পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে, খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক ভাব উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার পারভেজ মোশারফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সাবিনা বেগম, উপজেলা মৎস্য অফিসার আবু সাঈদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরো©ধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী প্রমুখ।
এসময় অত্র উপজেলায় মোট ২৪০০ জন কৃৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.