Type to search

অভয়নগরে সরকারি  রাস্তা উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

অপরাধ

অভয়নগরে সরকারি  রাস্তা উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার:
যশোরের অভয়নগর উপজেলায় সরকারি রাস্তা উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময়  উপজেলা প্রশাসনের উদ্যোগে গুয়াখোলা গ্রামের  বিশ্বাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় কয়েক ঘন্টাব্যাপী ব্যপি অভিযান পরিচালনা করে ৩টি বসতঘর, ২টি ঘরের বারান্দা, প্রাচীর, টয়লেটসহ কয়েকটি অবৈধ স্থাপনা স্কেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন সাংবাদিকদের বলেন, ‘উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া এলাকায় খাস খতিয়ানে ৩৩ শতাংশ জমির একটি মাটির রাস্তা রয়েছে। এছাড়া স্থানীয় একটি চক্র দুই যুগ ধরে জবরদখল করে রেখেছে জায়গাটি । গুয়াখোলা মৌজায় এসএ নং-৬৩৩ ও আরএস নং- ৫১২০ দাগে রয়েছে এই জমি। এছাড়া এই রাস্তা নিয়ে লিখিত অভিযোগও পেয়েছি,তার  ভিত্তিত্বে সরকারি রাস্তা দখলকারীদের বিরদ্ধে তাদের স্থাপনা অপসারণের জন্য তিন দফা চিঠি পাঠালেও তারা কোন তোয়াক্ক করেনি। যে কারণে যশোর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার দুপুরে উচ্ছেদ অভিযান চালানো হয়। ২০ জন শ্রমিক ও একটি স্কেভেটর দিয়ে সকল অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি ম্যাপ অনুযায়ী ৭৩৫ ফুট দৈর্ঘ্যে ও ১৯ ফুট প্রস্থের রাস্তাটি অবশেষে দখলমুক্ত করা সম্ভব হয়েছে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন অভয়নগর থানা পুলিশ সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা, নওয়াপাড়া পৌরসভার সমাজউন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় সাংবাদিক ও গ্রামবাসীরা।