Type to search

চৌগাছায় ঘুমন্ত অবস্থায় চার সন্তানের জননী সাপের কামড়ে প্রাণ গেল

চৌগাছা

চৌগাছায় ঘুমন্ত অবস্থায় চার সন্তানের জননী সাপের কামড়ে প্রাণ গেল

 

শ্যামল দত্ত চৌগাছা পৌর প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৪ সন্তানের জননী রাবেয়া বেগম (৪০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সে পাশাপোল ইউনিয়নের রানিয়ালী গ্রামের আব্দুল হকের স্ত্রী। সোমবার (১লা জুলাই) রাত ১০টার দিকে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারসুত্রে জানা যায়, চার বছরের একটি শিশুসহ ৪ সন্তানের জননী রাবেয়া বেগম সোমবার রাতে নিজ গৃহে ঘুমিয়ে ছিল। রাত ১০টার দিকে বিষধর সাপে কাটলে পরেরদিন সকালে তাকে যশোর ২৫০ শশয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে কি সাপে কেটেছে সে বিষয়ে স্পষ্টভাবে পরিবারের কেউ কিছু বলতে পারেনি।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য গোবিন্দ চন্দ্র ঢালী বলেন, সাপে কাটার এ ঘটনাটি তাদের পরিবারের কেউই আমাদের কাউকে জানায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি জানতে পারি। তিনি বলেন, সাপে কাটার পরদিন সকালে যশোর সদর হাসপাতালে রাবেয়ার মৃত্যু হয়।

দশপাকিয়া পুলিশ ফাঁড়ির আইসি এস আই আবু বকর ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।