Type to search

নড়াইলে মৃত্যু ব্যক্তির নাম স্বাক্ষর জ্বাল করে ৫ বছর ধরে পেনশন উত্তোলন

জাতীয়

নড়াইলে মৃত্যু ব্যক্তির নাম স্বাক্ষর জ্বাল করে ৫ বছর ধরে পেনশন উত্তোলন

 

নড়াইল প্রতিনিধি

পেনশন হোল্ডারের নাম ফজর শেখ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, গ্রাম- কুমড়ি মধ্যপাড়া,লোহাগড়া,নড়াইল।
(অবসবে আসেন প্রায় ২৫ বছর আগে আর মারা গেছেন ২০ বছর আগে)।
এরপর ফজরের স্ত্রী সখিনা বেগম পেনশনের টাকা তোলেন,সেনালী ব্যাংক লক্ষীপাশা শাখার হিসাব নং ২৫০৫৬০১০২২৫১৭ থেকে।
(সখিনা মারা যায় ২০১৮ সালের মার্চ মাসে)
এরপর সখিনার বড় মেয়ে ঝর্না খানম, স্বামী-মৃত অবঃ আর্মি সদস্য ইব্রাহীম মোল্যা। গ্রাম- কুমড়ি।
গত১৮ থেকে ২৩ এর জুন পর্যন্ত গত ৫ বছর ধরে মা সখিনার স্থলে অন্য মহিলাকে সখিনা সাজিয়ে স্বাক্ষর জ্বাল করে এজি অফিস ও ব্যাংকের চোখ ফাকি দিয়ে প্রায় ৪ লক্ষ টাকা উত্তোলন করেছেন।
এ বিষয়ে জানতে ঝরনা বেগম বলেন, এখন একটা মিথ্যা অভিযোগ আপনাদের কে দিয়েছে। আমার মান সম্মানের বিষয়। একজনের স্বাক্ষর অন্য একজন জাল করলে কি হয়ে যাবে। এটা লাইভ ভেরি ভেরিফিকেশন করতে হয়।
লোহাগড়া এ জিও অফিসের অফিসার তানজিদ হাসান বলেন,ঘটনাটি বিষস্ত সূত্রে জানতে পেরেছি। এটা আমরা যাচাই করে বলতে পারব। আর যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সরকারি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া লাগবে। তা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সোনালী ব্যাংকের ম্যানেজার নুরুল আমিন বলেন, এখনই বলা সম্ভব না। বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখি তারপর জানাবো।