নড়াইল প্রতিনিধি
নড়াইলে যাত্রিবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে আন্তত ১৫ যাত্রি আহত হয়েছে। সোমবার(১জুলাই) বিকেলে নড়াইল শহরতলীর তুলারামপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে অহতদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে যশোরগামী হানিফ পরিবহের একটি বাস বেপরোয়া গতির ফলে যশোর ঢাকা মহাসড়কে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। বাসটি পাশের খাদে গিয়ে উল্টে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অন্তত ১৫জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুত্বর আহত ৫জনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাকিরা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছে
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.