Type to search

অভয়নগরে সর্প দংশনে বিপ্লব দাস(২৪) নামে এক যুবকের মৃত্যু

অভয়নগর

অভয়নগরে সর্প দংশনে বিপ্লব দাস(২৪) নামে এক যুবকের মৃত্যু

 

নওয়াপাড়া (অভয়নগর)  প্রতিনিধিঃ

২৭জুন বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের অভয়নগরে সর্প দংশনে বিপ্লব দাস(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের কাকা রতন দাস জানান,পাইকপাড়া নিবাসী সন্তোষ দাসের পুত্র বিপ্লব বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজারের অভিজিৎ পরামানিকের দোকানে কাজ করতেন। ২৭ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় দোকানের চাউলের বস্তা সরানোর সময় তাকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিন্তু বিষয়টা প্রথমে আঁচ করতে না পেরে নিহতের পরিবার ও দোকান মালিক কিছুটা অবহেলা করে এবং ঝাঁড় ফুকের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ২/৩ ঘন্টার মধ্যে রোগীর অবস্থা খারাপ হয়ে পড়লে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ভোর ৫ টার দিকে তার মরদেহ বাড়ীতে আনার পর শুক্রবার বিকালে ভাটপাড়া শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। উল্খ্যে,বিপ্লব দাস পিতার একমাত্র পুত্র।তবে বর্তমানের সপ আতঙ্গ রাসেল ভাইপার কী না,এ বিষয় কিছু জানা যায় নী।