চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় গভীর রাতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী'র বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত ১টার দিকে নিজ গ্রাম হোগলডাঙ্গায় এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সকালেই তিনি বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন।
আলী হোসেন চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের মৃত রহমত আলীর ছেলে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক।
অভিযুক্ত ৫জন হলেন, একই ইউনিয়নের হোগলডাঙ্গা ঢাকাপাড়া এলাকার জয়নাল হোসেনের চার ছেলে আব্দুস সালাম (৩০), জহুরুল ইসলাম (৩৫), আবু কালাম (২৮), শিপন হোসেন (২৫) ও জহুরুলের ছেলে রাব্বি (১৮)।
অভিযোগসুত্রে ও স্বরেজমিনে গিয়ে জানা যায়, রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার রাত ১টার দিকে মোহাম্মদ আলীর বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে অভিযুক্তরা। এসময় গালি দিতে নিষেধ করলে বাড়ির বাইরের দরজা ভাঙতে ভাঙতে বাড়ির ভিতরে ঢুকলে মোহাম্মদ আলীর স্ত্রী ডলি খাতুন ঠেকাতে গেলে বাশ দিয়ে তাকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। স্ত্রীকে মারার সময় বাধা দিতে এলে মোহাম্মদ আলীকেও মারার চেষ্টা করা হয়। বিবাদীরা তাকে বা তাঁর পরিবারকে একা পেলে খুন করার হুমকিও দিয়েছেন। এই ঘটনায় শুক্রবার সকালে থানায় গিয়ে অভিযুক্ত ৫জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ আলী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.