অপরাজেয় সামাজিক পরিষদের পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা বান্ধব সংগঠন অপরাজেয় সামাজিক পরিষদের পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সংগঠনটির পাঠাগার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী।
বাবুল কুমার বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা আ,লীগ শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায়
স্বাগত বক্তব্য রাখেন অপরাজেয় সামাজিক পরিষদের সভাপতি মোঃ কামরুল ইসলাম, আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পরিতোষ দত্ত, অভয়নগর প্রেস ক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল,
নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ওলিয়ার রহমান, রতন কুমার পাল প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনার মধ্যে- মধ্যে কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন ও নৃত্যের আয়োজন করা হয়।
আলোচনার মধ্যে কবিতা আবৃত্তি করেন, মারিয়া খাতুন,তাসনিয়া খাতুন,জয়তী, সংগীত পরিবেশন করেন,ঐশ্বর্য সরকার, অর্জুন দাস, নৃত্য পরিবেশন করেন পূজা দাস।