চৌগাছায় ঐতিহাসিক ৭ ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুুতি সভা

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌসী খাতুন, যুব অধিদপ্তর অফিসার সুভাষ চন্দ্র চট্টোপাধ্যায়, সমাজসেবা অফিসার মেহেদী হাসান, সমবায় অফিসার ওহিদুজ্জামান, সরকারি কলেজের অধ্যাপক কামরুজ্জামান, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।