চৌগাছায় মানবিক মর্যাদা দিবস পালিত

শ্যামল দত্ত/ফয়সাল হোসেন চৌগাছা(যশোর) প্রতিনিধি ঃ
চৌগাছায় মানবিক মর্যাদা দিবস পালিতচৌগাছায় মানবিক মর্যাদা দিবস পালিত হয়। সোমবার (৫ ডিসেম্বর) ভাস্কর্য মোড়ে জাতিসংঘের কর্তৃক স্বীকৃতি মানবিক মর্যাদা জাতীয়ভাবে পালনের লক্ষ্যে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা ও জনগোষ্ঠীর অধিকার আন্দোলন(বিডিইআরএম) চৌগাছা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলনের সভাপতি প্রকাশ দাস সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক- শোভা রানী বাড়ৈ, বিডিইআরএম চৌগাছা শাখার সহ-সভাপতি শ্যামল দত্ত,বিভা রানী,যুগ্ম-সম্পাদককিরন দাস,বিডিইআরএম আধুরি দাস, সুমিত দাস , অসীম ছত্রাক প্রমুখ ৷ মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বে ২৫ কোটি মানুষ মানবিক বিপর্যয়ের মুখে যুগ যুগ ধরে শোষিত, নির্যাতিত, নিপীড়িত অস্পৃশ্যতার যাতাকলে পিষ্ঠ। বাংলাদেশে প্রায় ১০০ টি সম্প্রদায় চরমভাবে সভ্য সমাজের কাছ থেকে সমঅধিকার সমমর্যাদা
থেকে বঞ্চিত, গাল ভরা ডাক ওরা ছোটজাত, ছোট লোক৷ দলিত জনগোষ্ঠীর উন্নয়নে ও অধিকার আদায়ে বক্তারা ৮দফা দাবী উত্থাপনের সময় বলেন- জাতীয় সংসদে সাধারন ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত নিশ্চিত করতে হবে ৷ মানববন্ধনে দলিত সম্প্রদায়ের দলিত নেতা, নেত্রী ও সাধারণ মানুষ সহ উপস্থিত ছিলেন পিপিআরডিটিপিইইজি প্রকল্পের সমন্বয়কারী সুমিত্রা
সরকার, প্রোগ্রাম অফিসার-মো: নাসির উদ্দিন, হিসাবরক্ষণ কর্মকর্তা-সদয় দাস ৷