
শ্যামল দত্ত, চৌগাছা, যশোর
যশোরের চৌগাছায় ৩০ জন প্রতিবন্ধী কিশোরীর মধ্যে ডিগনিকটি কিটস বিতারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষ্যে কিশোরীদের মধ্যে RFL-এর ১৬ লিটার বালতি, সানসিল্ক শ্যাম্পু, টুথব্রাশ, মেডিপ্লাস টুথপেস্ট, হুইল পাউডার, স্যানিটারি ন্যাপকিন, হুইল সাবান, লাইফবয় সাবান, লাইফবয় হ্যান্ডওয়াশসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সামগ্রী প্রদান করা হয়।
আশরাফ ফাউন্ডেশনের আয়োজন , লিলিয়ান ফন্ডসের অর্থায়নে এবং সিডিডি’র কারিগরি সহায়তায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসানুল মিজান রুমী,আশরাফ ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিষ কুমার চ্যাটার্জী, সিবিআর অফিসার মামুনুর রশিদ, ফিল্ড ট্রেইনার নজরুল ইসলাম, সাইদুর রহমান, জহুরা খাতুন, পিংকিং, এবং আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

