
চৌগাছায়ন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা
শ্যামল দত্ত চৌগাছা(যশোর) প্রতিনিধিঃ
যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫০তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের ডিভাইন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর-২ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী , এ আসনে বিএনপির আরো দুজন মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান।
এসময় বক্তারা বলেন, “৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। আজ তার আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাড. আলীবুদ্দিন খান ,পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, সদস্য সচিব আরিফুল ইসলাম ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, কৃষকদলের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।
সভায় বিএনপির বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
