
কেশবপুরে হাডুডু খেলার সভাপতি পদ নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলের আহবায়কসহ ১৫/২০ জন আহত
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার সাগরদত্তকাটি গ্রামে হাডুডু খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের ভেতরে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উপজেলা ছাত্রদলের আহবায়কসহ১৫/২০জন আহত হয়েছে। আহতদের কেশবপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার দিনব্যাপী উপজেলার সাগদত্তকাটি গ্রামে 8 দলীয় হাডুডু খেলার আয়োজন করা হয়। এ খেলায় কেশবপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজকে প্রধান অতিথি করে। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মুকুল হোসেনের লোকজন ক্ষুব্ধ হয়ে আজিজের উপর হামলা চালায়। এঘটনায় আজিজ গুরুতর আহত হলে আজিজ গ্রুপ ও মুকুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ১৫ থেকে ২০জন আহত হয়েছে। গুরুতর আহত ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মাসুদ ও সুমনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয় । পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের মধ্যে ইমন সুমন, রাকিব, কামরুলসহ আহত ৯ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
বিকেল পাঁচটার দিকে সংঘর্ষ শুরু হয়। এর জের ধরে রোববার সকালে ৭ নং পাঁজিয়া ইউনিয়ন বিএনপি”র যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশবপুর উপজেলা বিএনপি র সদস্য শহিদুল ইসলাম শহিদ প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হলে তাকেও কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেশবপুর থানার পুলিশসহ প্রশাসনের লোকজনের হাসপাতালে তৎপরতা লক্ষ্য করা গেছে।

