
অভয়নগরে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা শনিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট কাযালয়ে কমরুল ইসলামের অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু,

ইউনিয়নের অন্যতম উপদেষ্টা বদর উদ্দিন বাবুল, ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ দীনু আহমেদ, সাধারণত সম্পাদক দেওয়ান মোরর্শেদ আলম, এটিএন নিউজ এর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক, দৈনিক প্রভাত ফেরি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ, ইউনিয়নের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসিবুর রহমান শামীম, উপজেলা জামায়েত ইসলামীর সভাপতি শরিফ হোসেন,পৌর সাধারণ সম্পাদক মহিউদ্দিন ফরাজী, সভায় নজরুল ইসলাম মল্লিককে আহবাক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক দিনকাল পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধ শেখ আসাদুল্লাহ আসাদ, দৈনিক প্রভাতফেরি পত্রিকার নির্বাহী সম্পাদক হারুন অর রশিদ, দৈনিক কল্যাণ ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধ কামরুল ইসলাম।
সবাই উপস্থিত ছিলেন সাংবাদিক উৎপল ঘোষ, আলী আকবার সম্রাট, শামসুজ্জামান মন্টু, হৃদয় হাসান, ইমরান হোসেন, আবুল বাশার জীবন, রোজিবুল ইসলাম সুইট, ইবাদত হোসেন, আমিরুল ইসলাম, সঞ্জয় রায় প্রমুখ।

