
অনলাইন ডেক্স
যশোর অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে আশফাক উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার দিবাগত রাত ১১টায় চরমপন্থীর হামলায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজন।
গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোঃশামীম শেখ(২২) তিনি ওই গ্রামের অহিদুল শেখ এর ছেলে।
স্থানীয় শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম জানান, ওই সময় শামীম সহ এালাকার মোঃ আরমান আকুঞ্জি, মোঃ আল আমীন, ও মোঃনাইম ৪ জনমিলে শুভরাড়া গ্রামস্থ আশফাক উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় অতর্কিত গুলি করলে শামীম শেখের কপালের বাম পাশে গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন শামিমে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলায় নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ হয়েছে।