অনলাইন ডেক্স
পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিনদিন পর খাল থেকে উদ্ধার হওয়া কিশোরী উর্মি আক্তারের (১৪) মৃত্যুর রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরিবারের সাজানো নিখোঁজ নাটকের আড়ালে লুকিয়ে ছিল নির্মম হত্যাকাণ্ড। এ ঘটনায় উর্মীর বাবা নজরুল বয়াতি, মা আমেনা বেগম ও দুলাভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (২৭ আগস্ট) রাতে এক সংবাদ সম্মেলনে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, গত ২১ আগস্ট দিবাগত রাতে উর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর পরিবার তাকে নিখোঁজ দেখানোর নাটক সাজায়। দুইদিন পর ২৩ আগস্ট সকালে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নায়ায়নপাশা গ্রামের কুম্ভখালী খালের স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় তার মরদেহ।
ঘটনার পরদিন উর্মীর বাবা থানায় সাধারণ ডায়েরি ও অভিযোগ দায়ের করেন। তবে শুরু থেকেই পুলিশ পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রাখে। অবশেষে ২৬ আগস্ট গভীর রাতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করে। পরদিন সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, উর্মীর প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় পরিবার ক্ষিপ্ত হয়। ঘটনার রাতে মা, বাবা ও দুলাভাই মিলে তাকে মারধর করে এবং একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়। নিজেদের দায় এড়াতে তারা নিখোঁজের নাটক সাজায়।
এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে পড়ে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.