
নওয়াপাড়া মটরশ্রমিক ইউনিয়ন নির্বাচনে সা: সম্পাদক পদপ্রাঅনুষ্ঠিতর্থী রাজু আহম্মেদের পক্ষে গণসংযোগ ও আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি
যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কার্ভাডভ্যান শ্রমীক ইউনিয়নের আগামী ২৬ সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে সাধারন সম্পাদক পদপ্রাথী রাজু আহম্মেদের পক্ষে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৪ আগষ্ট) বিকালে নওয়াপাড়া বেঙ্গল রেল গেট সংলগ্ন চত্বরে ওই গণসংযোগ অনুষ্ঠিত হয়। উক্ত গণসংযোগ অনুষ্ঠানে পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সহ- সভাপতির মো ইলিয়াজ মোল্ল্যার সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার হোসেনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, থানা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সহ সভাপতি জি এম বাচ্চু, নওয়াপাড়া হ্যান্ডিং শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চলের সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শেখ তবিবুর রহমান তুবি, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমেদ, থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিক মোড়ল, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ মফিজুর রহমান, পৌর সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহাবুর হোসেন। এ সময় মটর শ্রমিক ইউনিয়নের নবীন প্রবীণ চালক ও সদস্যবৃন্দ সহ স্থানীয় সমাজসেবক রাজনীতিবিদ ও সুধীজন উপস্থিত ছিলেন।