প্রতিনিধি :
মণিরামপুরে মদ ও গাঁজা সেবনকালে দুই জনকে জেল-জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামে ও মুজগুন্নি গ্রামের দুই যুবক জিয়াউর রহমান ও তহিদুল ইসলামকে এ জেল-জরিমানা প্রদান করেন।
সূত্রে জানা যায়, সোমবার উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামে জিয়াউর রহমানকে গাঁজা সেবনকালে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত জিয়াউর রহমানকে এক হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জিয়াউর রহমান নওগাঁ জেলার ফয়জুল্লাহ মন্ডলের ছেলে।
এর আগে গত ১৫ জুন মুজগুন্নী গ্রামে অভিযান চালিয়ে দলিল লেখক তহিদুল ইসলাম (২৮)কে মদ সেবনরত অবস্থায় আটক করে। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত তহিদুল ইসলামকে দুই হাজার টাকা জরিমানা ও ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পৃথক এ অভিযানে মাদ্রকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.