মাদক মামলায় খুলনার একটি আদালত মোঃ আব্দুর রহমান রামে এক ব্যক্তির যাবজ্জীবন করাদন্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া একই মামলার অন্য একটি ধারায় তাকে খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১৪ জুন) খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত (ভারপ্রাপ্ত) বিচারক তাসনিম জোহরা এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামি চর রূপসা বাগমারা এলাকার বাসিন্দা আব্দুর লুৎফর শেখের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি রাতে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রূপসা উপজেলার জাবুসা মোড়ের জনৈক আব্দুল গনির দোকানের সামনে নেভীব্লু রংয়ের একটি ব্যাগ নিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ঘোরাফেরা করছেন। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান পরিচালনা করেন। আসামি র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশী চালিয়ে ৩২ বোতল ফেন্সিডিল, এক বোতল হুস্কি ও এক বোতল ভারতীয় মদ উদ্ধার করে র্যাব
এ ব্যাপারে ওইদিন রাতেই র্যাবের ডিএডি মোঃ নুর ই আলম বাদী হয়ে মাদক আইনের দুইটি ধারায় আব্দুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেন, যার নং ৭। একই বছরের ৫ ফেব্রুয়ারি রূপসা থানার এসআই এম এ করিম তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.