ধুনটে আ.লীগের সম্মেলনে হামলা, সম্মেলন পণ্ড
অন্তর্কোন্দলের জেরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ সম্মেলনে যোগ দেওয়া নেতা–কর্মীদের ধাওয়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে
অন্তর্কোন্দলের জেরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ সম্মেলনে যোগ দেওয়া নেতা–কর্মীদের ধাওয়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছেছবি: প্রথম আলো
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সম্মেলন পণ্ড হয়ে গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। অন্তর্কোন্দলের জের ধরে উপজেলা আওয়ামী লীগের একটি পক্ষ ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক আবদুল হাইয়ের নেতৃত্বে সদর ইউনিয়নের চারটি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। এ খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের অপর একটি অংশের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবাহান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন আলমের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ওই নেতা–কর্মীরা সেখানে গিয়ে সম্মেলনে যোগ দেওয়া নেতা–কর্মীদের ধাওয়া দেন এবং শতাধিক চেয়ার ভাঙচুর করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.