Type to search

যশোর

কেশবপুরে শাহীন চাকলাদারের সাথে সাংবাদিকদের মতবিনিময়
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে ঃ
যশোরের কেশবপুর সংসদীয় আসনের উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপনির্বাচন উপলক্ষে মনোনয়ন জমা দিয়ে তিনিই প্রথম সাংবাদিকদের মাথে মতবিনিময় করেন।
বুধবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব হলরুমে মতবিনিময় সভা কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার । তিনি বলেছেন, আমি আপনাদের কাছে দোয় চাইতে এসেছি। আপনাদের সুখে দুখে পাশে থাকবো। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতন একজন তৃণমূল নেতাকে মনোনয়ন দেওয়াই। কেশবপুরের সাংবাদিকরা অনেক সক্রিয়। আমার কোন ভুল হলে সংশোধন করে দিবেন। সরকারের উন্নয়নের ধারা তুলে ধরবেন। আপনারা যেটা সত্য সেটা লিখবেন। সাংবাদিকরা আজ স্বাধীন মতামত প্রকাশ করতে পারছে। আমাদের সরকার প্রতিটা সেক্টরে উন্নয়ন করে চলেছে। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, সহ সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহসভাপতি কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদেও মধ্যে মতবিনিময়ে অংশ নেয় কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক দিলীপ মোদক, সিরাজুল ইসলাম, জাহিদ আবেদীন বাবু, এস আর সাইদ, আশরাফুজ্জান প্রমূখ। দুপুরে তিনি বড়েঙ্গা পীর সাহেবের মাজার জিয়ারত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *