অভয়নগরে বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোটার: কুষ্টিয়ায় জামাত বিএনপি মদদে হেফাজত ইসলামের ব্যানারে বঙ্গবন্ধুর ভাষ্কার্য্ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার অলিয়ার রহমান,উপজেলা আওয়ামীরীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর ,সহসভাপতি সানা আব্দুল মান্নান যুগ্ম সাধারন সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত,উপজেলা আ.লীগ নেতা আইযুব হোসেন প্রমুখ। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
অপরদিকে একই দাবিতে উপজেলা যুব লীগের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিকলীগ নেতা রবিন অধিকারি ব্যাচা, যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন, যুবলীগ নেতা প্রসেনজিত দাস সঞ্জিত, সাঈদ আলম বাচ্চু প্রমুখ। সভা শেষে একটি মশাল মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।